বাংলাদেশে ছয় ঋতুর মধ্যে শীতকাল একটি মনোরম এবং জনপ্রিয় ঋতু। শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় কিংবা রচনায় প্রায়ই শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য লেখার প্রয়োজন হয়। যেমন: ১) শীতকাল হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। ২) এটি সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। ৩) এ সময় সকালের কুয়াশা ঘেরা দৃশ্য অনেক সুন্দর হয়। ৪) মানুষ গরম কাপড় পরে। ৫) পিঠা-পুলির মৌসুম শুরু হয়। ৬) গ্রামে খেজুরের রস সংগ্রহ করা হয়। ৭) শিশুরা স্কুলে গিয়ে রোদ পোহায়। ৮) দরিদ্র মানুষ কষ্ট পায়। ৯) শীতকাল ফসল তোলার উপযুক্ত সময়। ১০) এই ঋতুতে কম সবজি নষ্ট হয়। ১১) হাট-বাজারে প্রচুর ফুল পাওয়া যায়। ১২) নানা অনুষ্ঠান হয়। ১৩) মেলা বসে। ১৪) অনেকে বনভোজনে যায়। ১৫) এটি অনেকের প্রিয় ঋতু।
Be the first to review শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য.